ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের হাওলাদারপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে রিপন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্তের ৬১ নং মেইন পিলারের ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছালে হালদাপাড়া নামকস্থানে রিপনকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ।

তিনি মহেশপুর উপজেলার সরিষাঘাটা গ্রামের রায়হান উদ্দীনের ছেলে।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির শ্রীনাথপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার আব্দুল হালিম জানান, বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যান রিপন।

তিনি আরো জানান, এ ঘটনার প্রতিবাদে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য বিজিবির পক্ষ থেকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাহজাহান আলী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম হাওলাদারপাড়ার মাঠে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। পরে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। ভোরে সহযোগীদের সঙ্গে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফ’র গুলিতে রিপন মারা গেছে বলে গ্রামবাসী তাকে জানিয়েছেন।

(ওএস/জেএ/জুন ০৩, ২০১৪)