দুর্গাপুর(নেত্রকোনা):নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে ও বেসরকার উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের স্কোপ প্রকল্প,ওয়াই এম সি এ, এলডিপিবি, কারিতাস, ওয়াই ডব্লিওসিএর সহযোগীতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-১৬ পালন করা হয় বৃহস্পতিবার।

জিও/এনজিও কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্বর হতে রং-বেরঙের প্লে কার্ড ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে ”দুর্যোগে পাব না ভয়, দুর্যোগে আমরা করব জয়” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকারম হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মোহাম্মদ মোকলেছুর রহমান।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল পারভেজ, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, টিসি মোঃ শহিদুল হক,ডিএসকের স্কোপ প্রকল্পের উপ-সমন্বয়কারী মর্তুজ আলী, ব্যবস্থাপক আকতারুজ্জামান বাবুল,ওয়াই ডব্লিউ সি এর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, কারিতাস এর মাঠ কর্মকর্তা নিুটন মানখিন প্রমুখ। আলোচনা শেষে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(এনএস/এস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)