মদন (নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার মদনে বৃহস্পতিবার সকালে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে ।  আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে এস আই সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে ইউপি মেম্বারসহ ২ জন কে আটক করা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ৮নং ফতেপুর ইউনিয়নের উত্তর দেওশহিলা গ্রামের সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু চৌধুরীর লোকজন একই গ্রামের আ’লীগের ৮ নং ওয়ার্ড সভাপতি শেখ জামালের ছোট ভাই শেখ নুর কালামের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় ক্রিকেট খেলা নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে তাকে দেশিয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।

বর্তমানে শেখ নূর কামাল মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরেই জের ধরে বৃহস্পতিবার দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধেঁ। এতে ২৫জন আহত হয়।

গুরুতর আহতরা হল মন্টন চৌধুরী (৫৪),আব্দুল হেকিম(৪০),মোজাম্মেল (২০), মোঃ আলম (৩৫),সাইফুল্লাহ (২৫)খসরু মিয়া (৪৫), কাওছার(২১),শেখ জামাল (৩২), আব্দুল খাইয়ুম (১৪),খায়রুল(১৯),রোমান (১৬),রায়হান (১৮),রাসেল (২২),নুরুল (৪০),নূরু সাদেক (৪৬),ইল্লাক মিয়া (৪৫),সুলতু মিয়া (৬০),রেনু মিয়া (৩৫) ,জানু মিয়া (৪৫),ছোট্রন (২৫)কে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক কৃতদের মধ্যে রয়েছে ইউপি মেম্বার খসরু (৪৫),কাওছার (২৫)।





(এএমএ/এস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)