বিনোদন ডেস্ক :ডাচ শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের জীবনী শিগগিরই আসছে সিনেমার পর্দায়। তবে এখানে রয়েছে একটি চমক। পুরো সিনেমাটি নির্মিত হয়েছে অয়েল পেইন্টিংয়ের মাধ্যমে। আর অয়েল পেইন্টিং দিয়ে একটি অ্যানিমেশন সিনেমা পৃথিবীতে এবারই প্রথমবারের মত আসতে যাচ্ছে।

সেই উনিশ শতকের শেশের দিকে ক্যানভাসে তুলির ঝড় তুলতেন এই মহান শিল্পী ভিনসেন্ট ভ্যানগগ। তার বায়োগ্রাফি সিনেমাটির নাম ‘লাভিং ভিনসেন্ট’। এর পরিচালক পোল্যান্ডের চিত্রশিল্পী ডোরোটা কোবিয়েলা এবং হাগ ওয়েল্কম্যান। জানা গেছে, সিনেমাটি বানাতে মোট ১০০টিরও বেশি তেলচিত্রের প্রয়োজন পড়েছে । আর প্রতি সেকেন্ডে গড়ে ১২টি করে পেইন্টিং দেখিয়েছেন নির্মাতা।

মহান শিল্পী ভ্যানগগের ছবি আঁকার ধরন অনুকরণ করে অয়েল পেইন্টিংগুলো বানানো হয়েছে। শিল্পীর জীবন। কাজ ও ট্র্যাজিক মৃত্যু এই সিনেমার মূল বিষয়।


(ওএস/এস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)