গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে এক যুবককে ১৭ বছরের স্বশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার  দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুন-৩ এর বিচারক মো: ইকবাল হোসেন ওই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আব্বাস আলী (৩৮) গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকার আক্কাস আলী ওরফে ফ্যালইনার ছেলে।

গাজীপুর আদালতের পরির্দশক রবিউল ইসলাম জানান, ট্রাফিক পুলিশ আব্বাস আলীকে ১৯৯৯ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের চান্দনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে একটি দেশী তৈরি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেন। পরে এ ঘটনায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মীর নজরুল ইসলাম বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আমজাদ আলী ওই বছরের ২২ ডিসেম্বর আব্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানী শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় ঘটনার প্রায় ১৬ বছর পর বৃহস্পতিবার বিচারক ওই রায় প্রদান করেন।

তিনি আরো জানান, রায় ঘোষণার সময় আব্বাস অনুপস্থিত ছিলেন। আদালত রায়ের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন।

(এসএএস/এস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)