বান্দরবান প্রতিনিধি :টেকনিক্যাল পদমর্যাদা, বেতন বৈষম্য নিরসনের দাবিতে বান্দরবানে সাংবাদিক সম্মেলন করেছেন স্বাস্থ্য সহকারিরা ।

আজ শুক্রবার সকাল ১১টায় ফিষ্ট রেস্টুরেন্ট-এ বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোশিয়েশন বান্দরবান জেলা শাখার উদ্যোগে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য সহকারিদের টেকনিক্যাল পদমর্যাদা, বেতন বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবি উত্থাপন করে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম টিপু।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মিথুন কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম কাকন, সদর উপজেলার সভাপতি হেলেন প্রু মারমা, সদস্য কহিনুর আক্তার চুমকিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে বক্তারা, জানান, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে মা-শিশুসহ গণমানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছেন। কিন্তু তাদের মুল্যায়ন করা হয় না। উপরোক্ত দাবী ৩১ মার্চের মধ্যে পুরণ করা না হলে ১ এপ্রিল থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।



(এফবি/এস/মার্চ১১,২০১৬)