স্টাফ রিপোর্টার :হাসানুল হক ইনুর স্বেচ্ছাচারিতা, আর্থিক অস্বচ্ছতা ও সভাপতি হিসেবে একপেষে আচরণে দলের কাউন্সিলররা দল ভাঙতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন জাসদের নবগঠিত কমিটির (একাংশ) কার্যকরি সভাপতি মঈনউদ্দিন খান বাদল। জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।

এর আগে শনিবার রাতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নেতৃত্ব নির্বাচনে ভোট দাবি করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া। তবে কাউন্সিলে আগের কমিটির সভাপতি হাসানুল হক ইনু সমর্থক কিছু সংখ্যক অগণতান্ত্রিক লোক এ প্রস্তাবের বিরোধিতা করেন।

পরে সদ্য সাবেক কমিটির কার্যকরি সভাপতি মঈনউদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে একটি মিছিল মহানগর নাট্যমঞ্চ ত্যাগ করে জাতীয় প্রেস ক্লাবে চলে আসেন। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মঈনউদ্দিন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন। এ কমিটির কার্যকরি সভাপতি হন মঈনউদ্দিন খান বাদল।

অন্যদিকে মহানগর নাট্যমঞ্চে জাসদ সভাপতি হিসেবে কণ্ঠভোটে নির্বাচিত হন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সাধারণ সম্পাদক হিসেবে সংসদ সদস্য শিরিন আখতার কণ্ঠভোটে নির্বাচিত হলে এর প্রতিবাদ জানায় কাউন্সিলরা। এরপর গভীর রাত পর্যন্ত চলা ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে শিরিন আখতার এখনও ভোট চলছে বলে দাবি করেন সম্মেলনে উপস্থিত নেতারা।



(ওএস/এস/মার্চ১৩,২০১৬)