বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজারের বড়লেখায় ১১টি কৃষক সমিতির মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (১৩ মার্চ) সকালে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন করেন। ১১টি কৃষক সমিতির প্রতি সমিতিকে ৬টি করে মোট ৬৬টি স্প্রে মেশিন, ১টি করে এলএলপি পাম্প ১১টি, ধান লাগানোর যন্ত্র ১টি ও ধান কাটার ২টি যন্ত্র দেওয়া হয়।

উপজেলা চত্বর প্রাঙ্গণে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কৃষক নূর উদ্দিন প্রমুখ।



(এলএস/এস/মার্চ১৩,২০১৬)