নিউজ ডেস্ক : কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক হোসেন শহীদ মজনু। সোমবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর মোহাম্মদপুরে মা ও শিশু হাসপাতালে মজনু-রীতা দম্পতির ঘরে পুত্র সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও নবাগত সন্তান দু’জনেই সুস্থ আছেন।

২০০৭ সালের ১৫ অক্টোবর সাবিকুন্নাহার রীতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হোসেন শহীদ মজনু। এই দম্পতির প্রথম সন্তান শাহরীন মেধা (৭) রাজধানীর ওয়াইডব্লিউসিএ স্কুলের ছাত্রী।

বাবা হওয়ার অনুভূতি জানিয়ে মজনু বলেন, ‘বাবা হওয়ার আনন্দ কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। শুধু বলব, ভীষণ আনন্দ অনুভব করছি। পুত্র সন্তানের নাম এখনো ঠিক করা হয়নি। বেশ কয়েকটি নাম প্রাথমিকভাবে ঠিক করে রেখেছি। এর মধ্য থেকে একটি নাম চূড়ান্ত করা হবে।’

হোসেন শহীদ মজনু দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম-এ বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গত অক্টোবরে তিনি পরিবর্তন ডটকমে বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন।

(ওএস/এএস/মার্চ ১৫, ২০১৬)