কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার ১২৪ তম তিরোধান মহাউৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শহরের বিভিন্ন মন্দিরে মঙ্গলবার পদাবলী কীর্তন, নগর পরিক্রমা, বাল্য ভোগ, অসহায়দের মাঝে বস্ত্রদান, প্রসাদ বিতরণসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আমলাপাড়া সার্বজনীন পুজা মন্দিরে শ্রী শ্রী লোকনাথ বাবার পূজা উদযাপন কমিটির আহবায়ক সহদেব অধিকারী সাধু জানান, সন্ধ্যা সাড়ে ৭ টায় শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার আত্মজীবনী, শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও ভজন কীর্ত্তন অনুষ্ঠিত হবে।

পাঠ করবেন শ্রী গোপাল গোস্বামী। এছাড়া সকাল থেকে কীর্তন, পূজা, বাল্যসেবাসহ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে আমলাপাড়া লোকনাথ ব্রক্ষচারী বাবার মন্দির, উত্তর লাহিনী ধোপাপাড়া সার্বজনীন পূজা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(কেকে/জেএ/জুন ০৩, ২০১৪)