নেত্রকোনা প্রতিনিধি : জেলার দুর্গাপুর উপজেলার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত সোমেশ্বরী নদীতে পৌরসভা সহ বিভিন্ন এলাকায় বিধি বহির্ভূত ভাবে বালু উত্তোলন সংক্রান্ত উচ্চ আদালতে রিট এর অগ্রগতি পর্যলোচনা বিষয়ে এক মতবিনিময় সভা আনুষ্ঠিত হয় বুধবার।

বেসরকারি উন্নয়ন সংস্থা আই,ই,ডি,এস এর সভাকক্ষে উপজেলা সুজন সভাপতি অজয় সাহার সভাপতিত্বে সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বিভিন্ন এলাকায় বিধি বহির্র্ভূত ভাবে বালু উত্তোলন সংক্রান্ত উচ্চ আদালতে রিট এর অগ্রগতি পর্যলোচনা করেন বেলার উর্ধ্বতন গবেষনা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী। তিনি জানান ২০১৫ ই সনের ২৯ জুলাই উচ্চ আদালতে বিধি বর্হিভূত বালু উত্তোলনের ব্যাপারে একটি রিট করা হয় যাহার নং ৫৩৩২/২০১৫।

এর প্রেক্ষিতে ১৪ মার্চ ২০১৬ উচ্চ আদালত জেলা প্রশাসক নেত্রকোণা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্গাপুরকে নিয়মতান্ত্রিক বহির্ভূত ভাবে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দেন। যাহা এখন পর্যন্ত কার্যকর হয়নি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, সাবেক পৌর মেয়র মোঃ কামাল পাশা, আই,ই,ডি,এস এর সভাপতি মতিলাল হাজং, সুজন সম্পাদক মোঃ নূরুল ইসলাম,সাংবাদিক নিতাই সাহা, নির্মলেন্দু সরকার বাবুল, ধনেশ পত্রনবীশ, আই,ই,ডি,এস এর নির্বাহী পরিচালক মোঃ শামীম কবির, সাউপ এর নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান আসাদ, শিক্ষক মোঃ লিটন মিয়া প্রমুখ।

(এনএস/এএস/মার্চ ১৬, ২০১৬)