মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলায় ৪ নং গোবিন্দশ্রী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একে এম নরুল ইসলামের সমর্থরা শুক্রবার সন্ধ্যায় প্রচারনার সময় বিএনপির সমর্থকদের ইট-পাথরের ডিলে ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সমর্থকের লোকজন গোবন্দিশ্রী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মনিকা গ্রামের আজিজুলের বাড়ির সামনে পৌঁছলে প্রচারণা বিগ্ন ঘটানোর জন্য বিএনপির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম রুকনের সমর্থকরা তাদের উপস্থিতি লক্ষ করে ইট-পাথর ডিল ছুড়ে মারে এসময় ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈকত মিয়া আ’লীগ সমর্থক মাসুদ মিয়া,শাজাহারুল, সোহেল চৌধুরী, মনু মিয়া শেকলু মিয়া আহত হয়। গুরুত্বর আহত সৈকত মিয়াকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে শনিবার আ’লীগ সমর্থক মিলন মিয়া বিএনপির সমর্থক ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ জনের নাম উল্লেখ করে মদন থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অপর দিকে উপজেলার ২ নং চানগাওঁ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম মিয়ার সমর্থকরা শুক্রবার রাতে নৌকার পোষ্টার চানগাওঁ আলীয়ার পুর গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুফতি আনোয়ারের সমর্থকের বাড়ীতে পোষ্টার লাগাতে গেলে প্রথমে বাধাঁ দেয়। পরবর্তিতে পোষ্টার লাগানোর পর ঐ পোষ্টার ছিড়ে পেলে এমনকি একটি পোষ্টার বিকৃত করে । এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ সেলিম মিয়া শনিবার স্বতন্ত্র প্রার্থী মুফতি আনোয়ারসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে দায়িত্বরত এস আই হাতেম আলী অভিযোগ পাওয়ার সততা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এএসএ/এএস/মার্চ ১৯, ২০১৬)