সাতক্ষীরা প্রতিনিধি : বজ্রপাতে এক চিংড়ি ঘের মালিক ও এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর একটার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ঝড়গাছা দৌলতপুর ও শ্যামনগর উপজেলার জাবাখালি গ্রামে  পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গ্রামের আব্দুর রউফ গাইনের ছেলে চিংড়ি ঘের ব্যবসায়ি শফিকুল ইসলাম (৪৩) ও তালা উপজেলার ঝড়গাছা দৌলতপুর গ্রামের হরেন্দ্র নাথ ঘোষের ছেলে কৃষক চিত্তরঞ্জন ঘোষ (৫০)।

মৃতের স্বজনরা জানান, শনিবার দুপুরে শ্যামনগর উপজেলার জাবাখালি গ্রামে নিজের চিংড়ি ঘেরে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘের মালিক শুফকুল ইসলাম মারা যান। একই সময়ে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন ঝড়খালি দৌলতপুর গ্রামের কৃষক চিত্তরঞ্জন ঘোষ গরুর জন্য মাঠে ঘাস সংগ্রহ করছিলেন। বজ্রপাত শুরু হওয়ায় তিনি দৌড়ে পাশের মেহগণি বাগানে আসেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ও পাটকেলঘাটা থানার উপপরিদর্শক মধুসুধন মোস্তাবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আরকে/এএস/মার্চ ১৯, ২০১৬)