গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল সত্যেন সেন জাতীয় গণসংগিত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব।

শনিবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে জেলা উদীচী গণসংগিত প্রতিযোগিতার আয়োজন করে। উদীচী ঢাকা দক্ষিণ বিভাগীয় গনসংগিত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসবে ফরিদপুর, রাজবাড়ি, শরিয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা এ গনসংগিত প্রতিযোগিতায় অংশ নেয়।

বিকেলে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক। গোপালগঞ্জ জেলা উদীচী সভাপতি ও উদীচী ঢাকা দক্ষিণ বিভাগীয় কমিটির সদস্য সচিব নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা উদীচী সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব, কেন্দ্রীয় উদীচীর সংগিত বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুরাইয়া পারভিন প্রমুখ।

বিকেলে এসব জেলার শিল্পীরা বিভাগীয় সাংস্কৃতিক উৎসবে অংশ নেন। অনুষ্ঠান শেষ হয় রাত ৮টায়। গোপালগঞ্জ জেলা উদীচী কবি জসিম উদ্দিনের নক্সি কাঁথার মাঠ গীতি-নাট্য-নৃত্যানুষ্ঠানের আয়োজন করে ।এছাড়া অন্যান্য জেলার শিল্পীরাও তাদের স্ব স্ব সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে।

(পিএম/এএস/মার্চ ১৯, ২০১৬)