বেরোবি প্রতিনিধি:রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে জেডিএফের নতুন কমিটি।

বুধবার বিকাল ৪টায় জেডিএফের সদস্যদের উপস্থিতিতে সভায় শিবশংকর শুভ কে সভাপতি ও মোসাফফিয়ারা পারভীন শিমুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে আগামী সাতদিনে মাঝে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাকিবুর রহমান শাহিন এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

জেডিএফের উন্নয়ন মূলক কাজে সবার সহযোগিতা চেয়েছেন এবং কমিটির সকলকে ধন্যবাদ জানিয়েছেন জেডিএফের নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ।

উল্লেখ্য ২০১৪ সালের ১ জুন মোসাফফিয়ারা পারভীন শিমুকে আহবায়ক এবং শিব শংকর শুভ কে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


(এসআরএস/এস/মার্চ২৩,২০১৬)