স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার স্বপ্ন টিকে রইল মিরোস্লাভ ক্লোসার। ব্রাজিল বিশ্বকাপে জার্মানির চূড়ান্ত দলে আছেন তিনি। শুধু তাই নয়, জার্মানির আক্রমণভাগে একমাত্র পুরোদস্তুর স্ট্রাইকার অভিজ্ঞ ক্লোসাই।

সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন জার্মানির কোচ ইওয়াখিম লো।

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভাঙতে ব্রাজিলে প্রতিপক্ষের জালে মাত্র দু’বারই বল জড়াতে হবে ক্লোসাকে। ১৫ গোলে নিয়ে আপাতত রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর অধিকারে।

২০০২ সাল থেকে টানা তিনটি বিশ্বকাপ খেলেছেন ক্লোসা। ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে করেছেন ৫টি করে গোল। আর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রতিপক্ষের জালে ৪ বার বল জড়িয়ে এখন তিনি বিশ্বকাপে ১৪ গোলের মালিক।

জার্মানির ৩০ সদস্যের প্রাথমিক দলে স্ট্রাইকার ছিলেন আরো একজন। তবে স্কোড্রান মুস্তাফি ও মার্চেল স্মেলজারের সঙ্গে বাদ পড়াদের দলে চলে গেছেন হফেনহেইমের কেভিন ফোলান্ড।

জার্মানির সবশেষ প্রীতি ম্যাচে খেলেননি ৩৫ বছর বয়সী ক্লোসা। দল ঘোষণা করার পর বলা লোর কথায় মনে হয়েছে, ক্লোসাকে শুধু অভিজ্ঞতার কারণেই দলে রেখেছেন তিনি।

“দলের সব খেলোয়াড়ের ওপরই শতভাগ আস্থা আছে আমার। আমাদের তরুণ, প্রতিভাবান ও বিশ্বকাপের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়ের সঠিক সমন্বয় আছে।”

ব্রাজিল বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে জার্মানি।

জার্মানি দল:

গোলরক্ষক: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), রোমান ভাইডেনফেলার (বরুসিয়া ডর্টমুন্ড), রন-রবের্ট সিলের (হানোভার)।

ডিফেন্ডার: জেরম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), এরিক ডুর্ম (বরুসিয়া ডর্টমুন্ড), কেভিন গ্রোসক্রেউৎস (বরুসিয়া ডর্টমুন্ড), বেনেডিক্ট হুভেডেস (শালকে), মাটস হুমেলস (বরুসিয়া ডর্টমুন্ড), ফিলিপ লাম (বায়ার্ন মিউনিখ), পের মেরটেজাকার (আর্সেনাল)।

মিডফিল্ডার: উলিয়ান ড্রাক্সলার (শালকে), মারিও গোৎসে (বায়ার্ন মিউনিখ), সামি খেদিরা (রিয়াল মাদ্রিদ), ক্রিস্টোফ ক্রামের (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), টনি ক্রুস (বায়ার্ন মিউনিখ), মেসুত ওজিল (আর্সেনাল), বাস্টিয়ান শোয়াইনস্টাইগার (বায়ার্ন মিউনিখ), মাটথিয়াস গিন্টার (ফ্রেইবুর্গ)।

ফরোয়ার্ড: মিরোস্লাভ ক্লোসা (লাৎসিও), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), লুকাস পোডলস্কি (আর্সেনাল), মার্কো রয়েস (বরুসিয়া ডর্টমুন্ড), আন্দ্রে শুরলে (চেলসি)।

(ওএস/পি/জুন ০৩,২০১৪)