বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি’র সাথে নব গঠিত প্রেস ইউনিটি বান্দরবান এর নেতৃবৃন্দরা স্বাক্ষাত করেছেন। এ সময় কমিটি’র সদস্যরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রেস ইউনিটি বান্দরবান এর সভাপতি আল ফয়সাল বিকাশ এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ৮ সদস্যের একটি টিম পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র নিজ বাসভবনে স্বাক্ষাত করেন। এ সময় অতিথি হিসেবে বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর দীলিপ রায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, লামা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়াও স্বাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে প্রেস ইউনিটি বান্দরবান’র সহ-সভাপতি শাফায়াত হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার, কোষাধ্যক্ষ নুরুল কবির, প্রচার-প্রকাশনা সম্পাদক মং খিং সাইন মারমা, সদস্য এনএ জাকির, নাজমুল হোসেন বাবলু, এসএম ইসমাইল হাসান।

স্বাক্ষাতের সময় পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি সাংবাদিকদের অন্যান্য সংগঠন অনেক বেশী অবদান রাখছে। তাই প্রেসক্লাবের বাইরের সাংবাদিক সংগঠন গুলোকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সাংবাদিকদের সাথে আছি, থাকবো এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মান উন্নয়নে কাজ করে যাবো। এ সময় তিনি নবগঠিত কমিটির সদস্যদের উজ্জ্বল ভবিষৎ কামনা করেন।

(এএফবি/এএস/মার্চ ২৪, ২০১৬)