সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সীমান্তের মেইন পিলার ১৩ থেকে ১০০ গজ দুরে জিরো পয়েন্ট হতে ১৫ গজের ভেতরে লাশটি দেখতে পায় বিজিবি সদস্যরা। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। তবে স্থানীয়রা ওই নারীর নাম পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার সুবেদার কবির হোসেন জানান ‘ শুক্রবার ভোরে শাড়ি ও বোরকা পরিহিত ওই নারীর মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখা গেছে’। তিনি বলেন ‘এই সীমান্তের দুই প্রান্তে বাংলাদেশ ও ভারতীয় এলাকায় কোনো ধরনের গুলির ঘটনাও ঘটেনি। এই হত্যা কোনো সামাজিক কারণে হতে পারে বলে মনে হয়’।

স্থানীয়রা জানান তারা প্রাথমিকভাবে তার পরিচয় জানতে পারেন নি। আশপাশের কোনো নারীর নিখোঁজ হবার কোনো খবরও কেউ দিতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশ পড়ে থাকার খবর জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছেছে সদর থানা পুলিশ। লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে বলে জানান বিজিবি সুবেদার।

(আরএনকে/এস/মার্চ২৫,২০১৬)