বেরোবি প্রতিনিধি : স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০১৬’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারকে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।

শনিবার সকাল সাড়ে ৯ টার সময় র‌্যালী ও পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে সংগঠনটি দিবসটি পালন করে।

র‌্যালীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর সভাপতি শাকিবুর রহমান শাহিন, সহ-সভাপতি তপন কুমার রায়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক এইচ. এম নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল, দফতর সম্পাদক নুর ইসলাম সংগ্রাম, অর্থ সম্পাদক ওমর ফারুক উপস্থিত ছিলেন।

এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য মোবাশ্বের আহমেদ, শাফিউল ইসলাম সৈকতসহ অন্যান্য সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

(এসআরএস/এএস/মার্চ ২৬, ২০১৬)