গোপালগঞ্জ প্রতিনিধি :ইউনিয়ন পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানীতে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

আজ রবিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে সকাল থেকে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপজেলা পরিষদে এসে নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় তাদের সমর্থকেরা ব্যান্ড পার্টি, ঢাক-ঢোল বাজিয়ে প্রার্থীদের সাথে আসেন। এ উপজেলার ১৪ ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

কাশিয়ানী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, নির্বাচনে ৫২ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩০ জন এবং সাধারণ সদস্য পদে ৪০৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৪ জন, বিএনপির ৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৩৩ জন।



(পিএম/এস/মার্চ২৭,২০১৬)