বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলায় এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে কিসমত জাহান হীরা (১৮) নামের এক কলেজ ছাত্রী অপহরণের তিন ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের রায়েন্দা পাইলট হাই স্কুল এলাকায় থেকে তাকে অপহরণ করা হয়। তবে, ঘটনার মূল নায়ক রায়েন্দা বাজারের বাসিন্দা শাহজাহান ডিলারের ছেলে মিজানুর রহমান মিলন ওরফে ডিলার মিলনকে (৩০) বাগে পেয়েও পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে অপহৃতর পরিবার।

অপহৃত ছাত্রী ও তার পরিবার জানায়, উপজেলার তাফালবাড়ী এলাকার বাসিন্দা মাষ্টার আলী হায়দারের মেয়ে শরণখোলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী কিসমত জাহান বেলা ১১ টার দিকে প্রতিদিনের মত প্রাইভেট পড়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মিলন ডিলারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই কলেজ ছাত্রীকে অস্ত্রেরমুখে অপহরণ করে স্কুল সংলগ্ন একটি ঘরে আটকে রেখে মোবাইলে আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে মিলন ডিলার তার (০১৮৬১৬১১৪২০) নম্বরের মোবাইল ফোন থেকে ওই ছাত্রীর মা শাহিদা বেগমের মোবাইলে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তার মেয়ের ইজ্জত লুটে নেয়াসহ হত্যার হুমকি দেয়া হয়। পরে শাহিদা বেগম বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তিন ঘন্টা পর পাইলট হাই স্কুল এলাকার মিলনের সহযোগী সুমনের বাসার একটি কক্ষ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।

এসময় ঘটনার মূল হোতা মিলনের বিরুদ্ধে পুলিশের কাছে অপহৃতের পরিবার অভিযোগ করলেও পুলিশ তাকে আটক করেনি। বরং ওই ছাত্রীর মায়ের হাতে থাকা মিলনের কথোপকথোন রেকর্ড করা মোবাইলটি কেড়ে নিয়ে মিলন পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। পরে পুলিশ মিলনের সহযোগী সুমনকে আটক করলেও রহস্যজনক কারণে তাকে থানা থেকে ছেড়ে দেয়।

তবে, মিলনের ব্যবহৃত আরএক্স মোটর সাইকেলটি জব্দ করেছে পুলিশ।

শরণখোলা থানা পুলিশের এএসআই মো. শাহরিয়ার জানান, ওই সময় মিলনের বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ না থাকায় তাকে আটক করা হয়নি। তবে,শরণখোলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি তদন্ত) আ. রহমান জানান, অভিযুক্তরা নজরদারিতে রয়েছে। মামলা রেকর্ড হলে তাদেরকে গ্রেফতার করা হবে।

(এসএকে/এস/মার্চ২৭,২০১৬)