স্টাফ রিপোর্টার : ১৯ দলীয় জোট নেতাদের সঙ্গে আজ বুধবার রাতে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার সভাপতিত্বে রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ১৯ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির বিষয়টি জানিয়েছেন।

বৈঠকে সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। এ ছাড়াও ১৯ দলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক সাম্যবাদী দলের অন্তর্ভূক্তির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে সূত্রটি। এর আগে সাম্যবাদী দলের একটি প্রতিনিধি দল ১৯ দলে অন্তর্ভূক্ত হতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিল।

(ওএস/এইচআর/জুন ০৪, ২০১৪)