বেরোবি প্রতিনিধি:বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংবাদ, সংবাদপত্র ও সাংবাদিকতাকে নিয়ে প্রকাশিত হলো দেয়ালপত্রিকা ‘ধ্রুবতারা’।

সোমবার দুপুরে পত্রিকাটির মোড়ক উম্মোচন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড.নজরুল ইসলাম ও একই বিভাগের সহকারি অধ্যাপক তাসনিম হুমাইদা।
পত্রিকাটি সম্পাদনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী মো. সরোয়ার হোসেন।

পত্রিকা মোড়ক উম্মোচনকালে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. নজরুল ইসলাম, সহকারি অধ্যাপক তাসনিম হুমাইদা, পত্রিকার সম্পাদক সরোয়ার হোসেন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হাসান মুসান্না সজীব, সাব্বির হোসেন, নাদিম মাহমুদ ও আরমান হোসেন।


(এসআরএস/এস/মার্চ২৮,২০১৬)