গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে রির্টানিং অফিসারদের মোবাইল নাম্বার হ্যাক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে একজন রির্টানিং অফিসার থানায় জিডিও করেছেন।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার, শিক্ষা অফিসার ও পাট উন্নয়ন অফিসারদের নাম্বার হ্যাক করে প্রার্থীদেরকে সুবিধা পাইয়ে দেবার জন্য মোবাইলে টাকা দাবি করে প্রতারক চক্র।এসব অফিসাররা বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন।

এসব রির্টানিং অফিসারদের সাথে কথা হলে তারা এর সত্যাতা স্বীকার করে বলেছেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রার্থীরা আমাদের সাথে কথা বললে প্রতারনার বিষয়টি জানা যায়।গোপালগঞ্জ সদর উপজেলার উরফি, নিজড়া, গোপিনাথপুর, চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের বেশ কয়েকজন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদেরকে রির্টানিং অফিসারদের নাম্বার হ্যাক করে সুবিধা দেবার কথা বলে টাকা দাবি করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ প্রতারনার শিকার হয়েছেন কিনা তা জানাযায়নি।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রির্টানিং অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, তার মোবাইল নাম্বার হ্যাক করে প্রতারকরা বিভিন্ন প্রার্থীদেরকে নির্বাচনের দিন সুবিধা পাইয়ে দেবার কথা বলে টাকা দাবী করে। বিষয়টি ওই প্রার্থী পরে আমার সাথে যোগাযোগ করলে প্রতারনার বিষয়টি জানাযায়। এ ব্যাপারে তনি সদর থানায় একটি জিডি দায়ের করেছেন।

একইভাবে রির্টানিং অফিসার ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জল কান্তি বড়াল ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ নুরুল ইসলামের মোবাইল নম্বর হ্যাক করে প্রতারনার আশ্রয় নেয় প্রতারকরা।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জালাল উদ্দিন-এর সাথে কথা হলে তিনি বলেন, প্রতারকরা বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদেরকে রিটানিং অফিসারদের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবী করছেন এমন অভিযোগ এসেছে। তিনি প্রার্থীদেরকে এ ধরনের প্রতারনার ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, প্রতারক চক্র রির্টানিং অফিসারদের মোবাইল সিম ক্লোন করে প্রতারনার আশ্রয় নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানান ওসি।

(পিএম/এএস/মার্চ ২৯, ২০১৬)