কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুইটি গুদাম সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।

অগ্নিকান্ডে রতি রঞ্জন দাস কুট্রি (ন্যাশনাল ইলেকট্রনিক্স), বনি আমিন এমিলি (এমিলি টেলিকম), ইউনুস পাহোলান (সুতার দোকান) এবং স্বপন ও জামাল হোসেনের মাল রাখার গুদাম পুড়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। অগ্নিকান্ডের পরই কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আঃ মোতালেব তালুকদার, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.রেজাউল করিম জানান, তাঁরা খবর পেয়েই দ্রত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান।

(এমকেআর/এএস/মার্চ ৩১, ২০১৬)