সাতক্ষীরা প্রতিনিধি : এক মাদ্রাসা সুপারকে জবাই করে হত্যা করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুর দু'টোর দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার সহকারি উপপরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান ‘রামজীবনপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার বাবুল আক্তার (৪৫) দুপুর দু'টোর দিকে ক্লাস শেষ করে বাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় নৈশ প্রহরী আবুল কালাম তার কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে’। হত্যাকান্ডের পরপরই স্থানীয়রা জানতে পেরে তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানায় ঘাতক আবুল কালামকে ওই মাদ্রাসায় দফতরি পদে চাকুরি দেওয়ার কথা বলে চার লাখ টাকা নেন মাদ্রাসা সুপার বাবুল আক্তার। কিন্তু তা না দিয়ে তাকে নৈশ প্রহরী পদে চাকুরি দেওয়া হয়েছে। এ নিয়ে সুপারের সাথে তার বিরোধ চলে আসছিল। প্রতিশোধ নিতে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

সহকারি উপপরিদর্শক আসাদুজ্জামান বলেন, হত্যার পরপরই ঘাতক আবুল কালাম হত্যায় ব্যবহৃত ধারালো দা নিয়ে পালিয়ে যায়। কালাম রামজীবনপুর গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে।

ময়না তদন্তের জন্য সুপারের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(আরকে/এএস/মার্চ ৩১, ২০১৬)