শেখ আহসানুল করিম, বাগেরহাট : সুন্দরবনের একটি বড় সম্পদ হচ্ছে মধু। যার রয়েছে বিশ্বজোড়া খ্যাতি। সুন্দরবনে  ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে মধু আহরণ মৌসুম। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ইতোমধ্যে প্রায় ১ হাজার মৌয়াল নির্দ্দিষ্ট পরিমান রাজস্ব দিয়ে নৌকায় করে আজ সুন্দরবনে মধু আহোরণ করতে যাচ্ছেন। প্রতি বছর সুন্দরবন থেকে গড়ে প্রায় ১৫ থেকে ১৬ হাজার মন মধু আহোরিত হয়ে থাকে। যা সারা দেশ থেকে আহোরিত মধুর অর্ধেকেও বেশী। সুন্দরবন বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

সম্পাদক : প্রবীর সিকদার
ফোয়ারা হাউজ, ২৪৭ আহমেদ নগর, পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা- ১২১৬
ফোন : ০২ ৫৮০৫১৪৯৫, +৮৮০১৮৫৬৪০০০৩০
ইমেইল : নিউজ : [email protected] 
ইমেইল : বিজ্ঞাপন : [email protected]