আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের দিয়ারবাকি শহরে গাড়ি বোমা হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন। আহতদের মধ্যে ১৩ জন পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সিরিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ারবাকির প্রদেশের বাগলার জেলার বাস টার্মিনালের কাছে এ গাড়িবোমা হামলার ঘটনা ঘটে।

দেশটির আধাসরকারি ‘আনাদোলু’ সংবাদ সংস্থার বরাত দিয়ে সিএনএন জানায়, একটি পুলিশের গাড়ি ওই এলাকা অতিক্রম করার সময় পার্ক করে রাখা একটি গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। বোমার বিস্ফোরণে অসংখ্য যানবাহন, ভবন ও বাসটার্মিনালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও ওই সংবাদমাধ্যমটিতে জানানো হয়েছে।খবর বিবিসির।


(ওএস/এস/এপ্রিল০১,২০১৬)