সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া গ্রামে মোসলেম আলি সানা ( ৪৭)  নামের এক কৃষককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সাতজন আহত হন।

পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে শুকনো পাতা পোড়ানো নিয়ে দুই পরিবারের নারীদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। রাতে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ফিরে এলে ফের বিরোধ বাধে। এ সময় দুই পরিবারের সদস্যরা মারামারিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভাতিজা গোলাম সারওয়ার তার চাচা মোসলেম আলিকে প্রথমে মোটা লাঠি ও পরে কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

কলারোয়া থানার খোর্দ পুলিশ ক্যাম্প ইন চার্জ উপপরিদর্শক লুৎফর রহমান জানান ‘ নিহত মোসলেম সানার বিপক্ষে ছিলেন তার অপর দুইভাই ইদ্রিস সানা ও গোলাম মোস্তফা। বিরোধে জড়িয়ে পড়েন দুই বাড়ির সব নারী পুরুষ। এতে আহত হন দুই পক্ষের জসিম , আবুদুল্লাহ, নাজিম , ইদ্রিস সানা , তার স্ত্রী হোসনে আরা, গোলাম সারওয়ারের স্ত্রী মঞ্জুয়ারা ও ইব্রাহীম’। তিনি আরও জানান ‘খবর পেয়ে আমরা ঘটনস্থলে যেয়ে আহত মোসলেমকে কলারোয়া হাসপাতালে নিয়ে আসি। এসময় তার ভাই ইদ্রিসের মাথা ফেটে যাবার খবর শুনে তার হার্ট এটাক হয়। এরপরই মারা যান মোসলেম’।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল হাসেম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান ‘ জমিজমা ছাড়াও বাড়িতে একটি ঘর তৈরি করে তার চাল দেওয়া নিয়ে মোসলেমের সাথে ভাতিজা গোলাম সারওয়ারের বিরোধ বাধে। তারই জেরে মারামারির সময় ভাতিজার কুড়ালের আঘাতে মারা যান মোসলেম’। আহতদের সাতক্ষীরা ও কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশিরা জানান নিহত মোসলেম আলি সদ্য সমাপ্ত দেয়াড়া ইউপি নির্বাচনে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম হোসেনের পক্ষে প্রচার কাজ চালান । অপরদিকে গোলাম সারওয়ার বিজয়ী আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাহবুবুর রহমান মোফের সমর্থক । তারা জানান ভোটে জেতার পর একে অন্যকে দেখিয়ে দেবেন বলে শাসিয়েছিলেন।

ওসি আরও জানান গোলাম সারওয়ারসহ অন্যরা পলাতক রয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়াল ও লাঠি এখনও ঘটনাস্থলে রয়েছে। মোসলেমের লাশ কলারোয়া হাসপাতালে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরায় আনার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।






(আরএনকে/এস/এপ্রিল০১,২০১৬)