বাগেরহাট প্রতিনিধি : জমি ও জীবন একই সূত্রে গাথাঁ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা করা হয়েছে। শুক্রবার সকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট  মীর শওকাত আলী বাদশা এমপি বাগেরহাটে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন।

বাগেরহাট জেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আজমুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন- উল- হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোমিনুর রশিদ, শিক্ষাবীদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো. শাহ আলম টুকু, সহকারী পুলিশ সুপার জিয়াউল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম, সদর সহকারী কমিশনার ভূমি তাসহিম ফারহানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সঠিক ভূমি ব্যবস্থাপনায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে সকলের সহযোগীতায় এগিয়ে আসতে হবে। তাহলে অনেক অনিয়ম ও দূর্নীতি কমে আসবে। এর আগে স্বাধীনতা উদ্যোন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

(একে/এএস/এপ্রিল ০১, ২০১৬)