স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে খালেদা জিয়া ও বদরুদ্দোজা চৌধুরী জড়িত কি না জাতি জানতে চায়।

কারণ জিয়ার হত্যার সময় সার্কিট হাউজের পাশের রুমেই ছিলেন ডা. বদরুদ্দোজা চৌধুরী। তিনি অক্ষত অবস্থায় পরদিন সকালে বেরিয়ে আসেন। পরবর্তীতে খালোদা তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। তাকে রাষ্ট্রপতি বানানো ও সুস্থ অবস্থায় ফিরে আসা- এর রহস্য কী জাতি জানতে চায়।

বুধবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির তৃতীয় তলায় বীর উত্তম খাজা নিজামুদ্দি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ আরও বলেছেন, জিয়াউর রহমানের হত্যার পর সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির তৎকালীন মহাসচিব ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও খালেদা জিয়া এ হত্যাকাণ্ডে জড়িত বলেও সন্দেহ পোষণ করেন তিনি।

জিয়াউর রহমান হত্যার পর খালেদা জিয়া রাজনীতি ও অর্থনৈতিকভাবে সবচাইতে বেশি লাভবান হয়েছেন বলে মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া যদি জিয়া হত্যায় জড়িত না থাকবেন তাহলে সোয়া দুইবারের এই প্রধানমন্ত্রী স্বামী হত্যার বিচার চাননি কেন। চাননি এই কারণে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসবে, খালেদা জিয়া এবং বদরুদ্দোজা জড়িত সেই তথ্য বেরিয়ে আসবে।

হাছান মাহমুদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ইঙ্গিত করে বলেন, গত কয়েক দিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যেভাবে কথা বলছেন তাতে রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতার সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে। মিথ্যা কথা বলতে বলতে তাকে এখন মানুষ ফাসেক আলমগীর বলে।

(ওএস/এটিআর/জুন ০৪, ২০১৪)