কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির ড্রাইভার মো. আফজাল হোসেনকে জীবননাশের হুমকি ও তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে তুলে নেয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে তার মোবাইল ফোনে দুটি নম্বর থেকে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় তিনি কলাপাড়া থানায় জিডি করেছেন।

আফজাল হোসেন জানান, গত দুইমাস ধরে তাকে বিভিন্ন সময়ে এ হুমকি দেয়া হচ্ছে। তিনি এ ঘটনাটি প্রথমে কাউকে না জানালেও মঙ্গলবার সাতবার হুমকি দেয়ায় পরিবার নিয়ে আতংকে রয়েছে। বাধ্য হয়ে তিনি জিডি করেছেন।

কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান, মোবাইল ফোনে হুমকি দাতারের নম্বর ট্রাকিং করে তাদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত এক সপ্তাহে কলাপাড়ার একাধিক জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের মোবাইল ফোনে হুমকি দিয়ে টাকা দাবি করছে। টাকা না দিলে তাদের সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়া হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় পৃথক জিডি করা হলেও সনাক্ত হয়নি হুমকি দাতারা।

(এমকেআর/এএস/এপ্রিল ০৫, ২০১৬)