বান্দরবান প্রতিনিধি : মধুকৃষ্ণা পূণ্য তিথিতে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেছে গঙ্গা পুজা ও বারুনী স্নান উৎসব। এই উপলক্ষে আর্শীবাদ সংঘ ৩দিনব্যাপী নানা ধর্মীয় উৎসবের আয়োজন করেছে।

আজ মঙ্গলবার উৎসবের ২য় দিন বারুনী পুজা ও বারুনী স্নান এর মধ্য দিয়ে মুল আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে ৮ ঘাটিকায় সাঙ্গু নদীতে সনাতনী বিভিন্ন শ্রেনী পেশার শত শত নারী-পুরুষ পৃথক ভাবে গঙ্গা স্নানে অংশ নেয়। পবিত্র গঙ্গা স্নানের পর পুণ্যার্থীরা গঙ্গা মায়ের পুজা সম্পন্ন করেন। এছাড়াও অনুষ্ঠানমালায় বিকেলে রয়েছে সংগীতাঞ্জলী, সন্ধ্যায় গঙ্গা মায়ের চরণে হাজার প্রদীপ নিবেদন এবং আনন্দবাজার মহাপ্রসাদ আস্বাদন।

গঙ্গা স্নানে অর্জিত পাপ ক্ষয় হয় এই বিশ্বাসে আত্ম বিশ্বাসী হয়ে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর এই পুণ্য তিথিতে গঙ্গা স্নান করে থাকেন। বাংলাদেশসহ ভারত মহাদেশের বিভিন্ন অঞ্চলে মহা আয়োজনে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়ে আসছে আদিকাল থেকে। তারই ধারাবাহিকতায় বান্দরবানের সাঙ্গু নদীতে আর্শিবাদ সংঘের আয়োজনে গত ৪ বছর ধরে গঙ্গা পুজা ও গঙ্গা স্নান উৎসব পালন করছে সনাতনী ধর্মাবলম্বীরা।

আগামীকাল বুধবার সকাল ১০টায় প্রতিমা নিরঞ্জনের মধ্যদিয়ে এই মহা আয়োজনের সমাপ্তি ঘটবে।

(এএফবি/এএস/এপ্রিল ০৫, ২০১৬)