বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র ও ছাত্রলীগ কর্মী সাদ ইবনে মমতাজ হত্যার আসামী ফয়সাল ইসলাম জয়কে গ্রেফতার করতে শহীদ শামসুল হক হলে গভীর রাতে ব্যর্থ অভিযান চালায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। পরে সাদ হত্যার আসামী ফয়সাল ইসলাম জয় ও সুমন পারভেজকে ধরতে গভীররাতে ছেলেদের আবাসিক শহীদ শামসুল হক হলে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।

জানা যায়, আসামীদের ধরতে রাত ১২টার দিকে শামসুল হক হলে অবস্থান করে পুলিশ। জয়ের অনুসারীরা বিষয়টি টের পেয়ে হলের প্রধান গেটে তালা লাগিয়ে দেয়। সেসময় জয় হলের তিনতলা থেকে পুলিশের পাশে অবস্থান করা সাংবাদিকদের উদ্দেশ্য খারাপ মন্তব্য করে। পরে পুলিশ রাত প্রায় দেড়টার দিকে হলে ঢুকতে সামর্থ্য হয়। ঘন্টব্যাপী অভিযান চালানোর পরও কোনো আসামি খুজেঁ পায়নি পুলিশ।

এ বিষয়ে ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফকির আজমল হুদা বলেন, পুলিশ সাদ হত্যার আসামি ধরতে গ্রেফতারি পরোয়ানা নিয়ে আসলে আমি তাদের হলে প্রবেশের অনুমতি দেই। তবে জয় আমার হলের আবাসিক ছাত্র না।

একই বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেন বলেন, পুলিশ প্রশাসন সাদ হত্যা মামলার আসামি ধরতে আসলে আমরা তাদের সহযোগিতা করি। ক্যাম্পাসে কেউ যেন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে আমরা তৎপর।

এ বিষয়ে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সাদ হত্যার চার্জশিটপ্রাপ্ত আসামি জয় ও সুমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাদের ধরতে আমরা হলে তল্লাশি চালাই। তবে হলে ঢুকে আমরা আসামীদের খুঁজে পাইনি।

উল্লেখ্য যে, ২০১৪ সালের ১এপ্রিল নিহত হয় আবাসিক আশরাফুল হক হলের ছাত্র সাদ ইবনে মমতাজ।

(এসএস/এএস/এপ্রিল ০৬, ২০১৬)