স্টাফ রিপোর্টার : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের নৈশকালীন কোর্স এমএলএম-এর বি সেকশনের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদকে হত্যার প্রতিবাদে ফুঁসে ওঠেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বেলা ১২টার দিকে ক্যাম্পাসের মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে তারা।

বুধবার রাত পৌনে ৯টার দিকে পুরান ঢাকার সূত্রাপুর এলাকার একরামপুরে দুর্বৃত্তরা সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ধারণা করা হচ্ছে, অনলাইনে ধর্মান্ধদের বিরুদ্ধে লেখালেখির কারণে তিনি খুন হতে পারেন।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টায় ক্যাম্পাসে পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে। দুপুর ১২টটার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ এলাকা প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়েছে তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জেলে আগুন ধরিয়ে অবরোধ করে রেখেছে।

এতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে সকাল ১১টার দিকে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। এসময় সংগঠনটির সভাপতি আল আমিন বলেন, খুনিদের দ্রুত সময়ের মধ্যে আটক করতে হবে। কোনো কালক্ষেপণ আমরা মেনে নিব না।

জবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এস কে শুভ বলেছেন, শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করবে সাধারণ শিক্ষার্থীরা। আর শনিবারের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হলে রোববার ক্যাম্পাসে ছাত্র ধর্মঘট পালন করা হবে।

(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০১৬)