সিরাজগঞ্জ প্রতিনিধি : রংপুরে দুই ট্যাংকলড়ি শ্রমিক নিহতের ঘটনায় আসামী গ্রেফতার না হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দর থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য ডাকা ট্যাংকলড়ি ধর্মঘট জেলা প্রশাসনের হস্তক্ষেপে আজ রবিবার প্রত্যাহার করা হয়েছে। ফলে উত্তরবঙ্গের ১৬ জেলায় জ্বালানী তেল সরবরাহ শুরু হয়েছে।

রবিবার সকাল দশটার দিকে উত্তরবঙ্গ ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেয়া হয়।

উত্তরবঙ্গ ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়ন বাঘাবাড়ি ঘাট শাখা ও শাহজাদপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২১শে মার্চ উত্তরবঙ্গ ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সদস্য ও ট্যাংকলড়ি ড্রাইভার কুরাইশ ও হেলপার রমজান আলীকে রংপুরে নৃশংশভাবে হত্যা করা হয়। এ বিষয়ে রংপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

হত্যার পর প্রায় ১৫ দিনেও এই ঘটনায় কোন আসামীকে গ্রেফতার না করার প্রতিবাদে উত্তরবঙ্গ ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখা অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের একমাত্র নৌ-বন্দর শাহজাদপুরের বাঘাবাড়ি ঘাট থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় জ্বালানী তেল সরবরাহ বন্ধসহ ট্যাংকলড়ি ধর্মঘটের ডাক দেয়।

শনিবার সারাদিন ধর্মঘট পালন শেষে রবিবার সকাল নয়টার দিকে উত্তরবঙ্গ ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার নেতৃবৃন্দের সাথে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এ ডি এম) শামীম আলম ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিম আহম্মেদ আলোচনায় বসেন। প্রায় এক ঘন্টার আলোচনা শেষে সকাল দশটার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেন শ্রমিক নেতৃবৃন্দ।

(এসএস/অ/এপ্রিল ১০, ২০১৬)