বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কচিখালী ষ্টেশনের শুকপাড়া এলাকা থেকে ৬০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ সুন্দরী কাঠ আটক করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের কচিখালী কন্টিনজেন্টের সদস্যরা রবিবার দুপুরে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ কর্তন নিষিদ্ধ আড়াই হাজার ঘনফুট সুন্দরী কাঠ আটক করে।

মংলা কোস্টগার্ড মংলা পশ্চিম জোন জানায়, গোপন সংবাদ পেয়ে কচিখালী কন্টিনজেন্ট কমান্ডার (পিও) ফিরোজ আহমেদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা দুপুরে শুকপাড়া এলাকায় অভিযান চালায়। কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছলে কাঠ পাচারকারীরা টের পেয়ে বনে পালিয়ে যায়। এসময় কাঠ চোরেরা নামবিহীন একটি ইঞ্জিনচালিত ট্রলারে সুন্দরী কাঠ বোঝাই করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। পরে কাঠসহ ট্রলারটি জব্দ করে সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ট্রলারসহ আড়াই হাজার ঘনফুট সুন্দরী কাঠের বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

(একে/অ/এপ্রিল ১০, ২০১৬)