নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় পুজা ঘোষ(১১) নামে এক স্কুল ছাত্রী অপহরণকারীর হাত থেকে রক্ষা পেয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় স্কুলে যাওয়ার সময় উপজেলার ভট্রপাড়া-মাধনগর সড়কের জসইতলা মোড়ে তাকে অপহরণের চেষ্টা করে দুর্বত্তরা।

পুঁজা ঘোষ একই উপজেলার ভট্রপাড়া গ্রামের উত্তম ঘোষের মেয়ে। সে মাধনগর টিউলিপ স্ট্যার্ন্ডাড স্কুলের ৪থ শ্রেণীর ছাত্রী।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলী খান মামলা ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, পুজা ঘোষ সকালে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে ভট্রপাড়া-মাধনগর সড়কের জসইতলা মোড়ে পৌছলে তাকে অজ্ঞাত তিন যুবক পেছন থেকে মুখে রুমাল চেপে উঠিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে তারা পার্শ্ববতী একটি বাঁশ ঝারে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে ওই শিশুটিকে মেরে ফেলার ভয় দেখায় এবং তার হাত-পা বাঁধার চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে লোকজনের উপস্থিতি টের পেয়ে ওই তিন যুবক সটকে পড়ে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে। তিনি আরো জানান, এই ঘটনায় শিশুর মা ছবি ঘোষ বাদি হয়ে দুপুরে নলডাঙ্গা থানায় একটি অপহরণের চেষ্টার অভিযোগে অজ্ঞাত তিন যুবকের নামে একটি মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে মুক্তিপনের জন্যই পুজাকে অপহরণ করতে চেয়েছিল দুর্বৃত্তরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(এমআর/অ/এপ্রিল ১০, ২০১৬)