বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) টাংগাইল জেলার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও কর্মকর্তাদের নিয়ে টাংগাইল জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের গ্যালারীতে আয়োজিত সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বর্তমান কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল হক ও সাধারণ সম্পাদক মামুন আল মনসুর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড.এম হারুণ-অর-রশিদ, অধ্যাপক ড.আবু হাদী নূর আলী খান, অধ্যাপক ড.মো. মহিরউদ্দীন, অধ্যাপক ড. মো. আওয়াল মিয়া, ড.মো. রবিউল ইসলাম, ড.মো. মোহসীন আলী, ড. নাজনীন বেগম, ডা. মো. লোকমান হোসেনকে মনোনীত করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত টাংগাইলের শিক্ষকবৃন্দ, অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএস/এএস/এপ্রিল ১৩, ২০১৬)