দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুরের ৪১ বাসিন্দাকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। বুধবার রাত ১১টার দিকে তাদেরকে ফেরত দেয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক।

তিনি জানান, ফেরত ৪১ জনই ক্ষুদ্র নৃ গোষ্ঠী জনজাতির এবং এরা সবাই দুর্গাপুরের স্থানীয় বাসিন্দা। দুপুরের দিকে সীমান্ত পেড়িয়ে ভারতের মেঘালয় রাজ্যে ঢুকে যায়। তখন ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে।

বিষয়টি জানতে পেরে তাদেরকে ফেরত আনার উদ্যেগ নেয় বিজিবি।এনিয়ে রাতেই ওপারে পতাকা বৈঠক করে বিজিবি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ুন কবীর জানান, রাতে বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত আনা হয়। তাদেরকে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের জীম্মায় হস্তান্তার করা হয় বলে জানান ওসি।


(এনএস/এএস/এপ্রিল ১৫, ২০১৬)