মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার বৃহত্তম নরমশুরের বিলে সনাতন ধর্মালম্বীদের অষ্টমী স্নানোৎসব বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে স্নানের লগ্ন শুরু হয়। প্রতি বৎসর স্নান্যোৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মালম্বীরা সেখানে ছুটে আসে।

স্নানের জন্য নির্ধারিত ভাবে ঘাট প্রস্তুত করা হয়েছে। হিন্দু ধর্মমতে পূণ্যার্থীদের স্নান করে তাদের পাপমোচন করেন। অষ্টমী স্নান্যোসব পালন উপলক্ষে মদন থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, উপজেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্তক ভাবে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নরমশুরের বিলে পূণার্থীরে নিরাপ্তার জন্য পুলিশ,গ্রাম পুলিশের সদস্য নিয়োজিত রাখা হয়েছে।

(এএমএ/এএস/এপ্রিল ১৫, ২০১৬)