ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল আলম বলেছেন নববর্ষের চেতনায় উজ্জীবিত হয়ে সাংবাদিকদের সমাজ গঠনে ভূমিকা পালন করতে হবে।

সংবাদপত্র সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করে আর সাংবাদিকরা হলেন সেই আলোকবর্তিকা ছড়ানোর মূল মাধ্যম। তিনি ত্রিশাল প্রেসক্লাব আয়োজিত দিনব্যাপী বৈশাখী আড্ডা ও পান্তা ভোজ অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন, ত্রিশাল থানা অফিসার ইনচার্য মোহাম্মদ মনিরুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান প্রমুখ।

ভিসি মোহীত উল আলম বলেন নববর্ষ আমাদের মাঝে নতুনের বার্তা নিয়ে আসে আর এ নববর্ষ আমাদের নতুন মাত্রা ছড়িয়ে দিয়েছেন বর্তমান সরকার উৎসব ভাতার মাধ্যমে। ইলিশ বর্জনের মাধ্যমে এ উৎসবকে গরীব দুঃখীসহ সকলের মাঝে ছড়িয়ে দেয়া হয়েছে।এখন একটি শ্রেণি নয় সর্বস্তরের মানুষ এ উৎসবে অংশগ্রহণ করতে পারে। সাংবাদিকতা এক মহান পেশা এ পেশায় নিয়োজিত ব্যক্তিগণকে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের যারা নিয়োজিত আছেন তাদের কাছে জাতির প্রত্যাশা বেশী। জাতির এ প্রত্যাশা পূরনে নতুন প্রজন্মের সাংবাদিকদের দায়িত্ব বেশী, আর এ দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

দ্বিতীয় পর্বের সন্ধ্যায় বৈশাখী আড্ডা ও পান্তাভোজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ এনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল মামুন, ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শুকতারা বিদ্যানিকেতনের সভাপতি ইব্রাহিম খলিল, ত্রিশাল বার্তার সম্পাদক প্রকাশক ও সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ময়মনসিংহ শিল্প মালিক সমিতির সাধারন সম্পাদক ও দিগন্ত বাংলার সম্পাদক আনম ফারুক, ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাছান শহীদ সোহেল, ত্রিশাল প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম শামীম প্রমুখ।

(এমআরএন/এএস/এপ্রিল ১৫, ২০১৬)