মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ইউপি মেম্বার হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত এক নারী আসামীকে গ্রেফতার করেছে।

আজ শনিবার বেলা ১২টার দিকে আসামী সালেহা খাতুনকে (৪৮) গ্রেফতার করে থানায় আনে পুলিশ ।

মুক্তাগাছা থানার উপ পরিদর্শক খাইরুল ইসলাম ও ওয়াজেদ আলী জানান, দীর্ঘ ২ বছর যাবৎ পালিয়ে থাকা গ্রেফতারকৃত আসামী সালেহা খাতুন , স্বামী আব্দুর রশিদ মুক্তাগাছার খিলগাতি মধ্যপাড়ার বাসিন্দা ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৪ সালের ২১ জুন উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের ১০ নং ওয়ার্ডের ইউপি সদস্য খিলগাতির বাসিন্দা নিহত দুলাল উদ্দিনকে (৪০) পিতা ফজর আলী ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় । এব্যপারে নিহতের স্ত্রী মোছাম্মদ পারভিন বাদী হয়ে সালেহাগংকে আসামী করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা নং ২৬(৬)২০১৪ ।

মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, গ্রেফতার আসামীকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে ।

(এমডি/এএস/এপ্রিল ১৬, ২০১৬)