গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে জমি নিয়ে ঝগড়ার জেরে ছেলের উপর হামলার  খবর শুনে বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। নিহতের নাম গিয়াসউদ্দিন ওরফে গেসু (৬৫)। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্রামে। এলাবাসী এক হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গুরুতর আহত গিয়াসউদ্দিনের ছেলে ফাইজ উদ্দিনকে (২৫) ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আতাবুর রহমান (৩৫) নিহত গিয়াসউদ্দিনের ভাতিজা।

পুলিশ ও নিহতের জামাতা হযরত আলী জানান, বিরোধপূর্ণ জমিতে তাঁর শ্বশুরের রোপন করা কাঁচা ধান দুপুরে ভাতিজা আতাবুর রহমান ৮/১০ জন লোক নিয়ে কেটে নিচ্ছিলেন। ফাইজুদ্দিন জানতে পেরে সেখানে গিয়ে আতাবুরকে ধান কাঁটতে নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি বাঁধে। এক পর্যায়ে আতাবুর হাতে থাকা কাঁচি দিয়ে ফাইজ উদ্দিনকে কোপিয়ে ও আঘাত করে আহত করে। এ খবর শুনে বাড়িতে থাকা গিয়াসউদ্দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরে স্থানীয়রা আতাবুরকে ধরে একটি ঘরে আটকে রাখে এবং পুলিশের হাতে তুলে দেয়।

জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির এস আই মো. নাজমুল হক ভুঁইয়া জানান, আতাবুরকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

(এসএএস/এএস/এপ্রিল ১৭, ২০১৬)