আন্তর্জাতিক ডেস্ক :জ্যোতিষীরা বলছেন পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে। আর সেটা নাকি আগামী ৬৮ দিনের মধ্যেই ঘটতে পারে! জ্যোতিষীদের এমন কথা কেউ বিশ্বাস করলেও অনেকে এসব আমলেই নিচ্ছেন না। কেন না, জ্যোতিষ শাস্ত্রের উপর কেউ আস্থা রাখলেও অনেকেই আস্থাহীন।


তবে পৃথিবী ধ্বংস সম্পর্কে কি বলছেন জ্যোতিষীরা? তারা বলছে পৃথিবীতে আগামী ২০ এপ্রিল থেকে ২৬ জুন, এই সময়ের মধ্যেই নেমে আসবে বিপদ। আর এতে করে পৃথিবী ধ্বংস হতে পারে!

জ্যোতিষীরা বলছেন, এই সময়কালে শনি ও মঙ্গল গ্রহ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে। আর তার প্রভাব পড়বে পৃথিবীতে। এরফলে পৃথিবীতে সুনামি, ভূমিকম্প, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। যাতে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর দুই-তৃতীয়াংশ। যার মধ্যে রয়েছে ভারতও।




(ওএস/এস/এপ্রিল১৯,২০১৬)