গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয় (ইসি)।

মঙ্গলবার রাত ৯ টায় নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ সামসুল আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানাগেছে।

একই বার্তায় আরো জানা গেছে, কাশিয়ানী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তাকে প্রত্যাহারের আদেশ দেয়া হয় । একই সাথে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্যও আদেশ দেয়া হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশন থেকে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে একটি পত্র জারি করা হয়েছে। আমরা পত্র হাতে পেয়েছি। আগামীকাল বুধবার তার স্থলে নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল কাশিয়ানী উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।ওই ওসির বিরুদ্ধে নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্খীদের হয়রানী করার নানাবিধ অভিযোগ রয়েছে।

(পিএম/এস/এপ্রিল২০,২০১৬)