মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে মুক্তাগাছা থানা পুলিশ ডলার প্রতারণা মামলার পলাতক আসামী (বিশেষ ক্ষমতা আইনের) আজিজুল ইসলাম ওরফে আজি (৩০) কে গ্রেফতার করেছে ।

গতকাল বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয় । মুক্তাগাছা থানার উপ- পরিদর্শক (এস আই ) সাইদুল ইসলাম জানান, উপজেলার দুল্লা ইউনিয়নের লাঙ্গলভাঙ্গা কুলুরঘাটের বাসিন্দা আলাল উদ্দিনের পুত্র আজি ধরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামী । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, গ্রেফতারকৃত আজিকে আজ বৃহস্পতিবার ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে ।

(এমডি/এএস/এপ্রিল ২১, ২০১৬)