কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের উপজেলা সড়কের বাসা থেকে এক সন্তানের জননী মানবিকা মজুমদার হীরা’র (২৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার পর সে ঘরের দোতালায় ফ্যানের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী ও পুলিশের কাছে নিহতের স্বামী জানায়। নিহত গৃহবধুর শরীরে ও গলায় একাধিক চিহ্ন থাকায় ওই রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী হোমিওপ্যাথী চিকিৎসক গৌতম মজুমদারকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সাড়ে তিন বছরের পুত্র সন্তান গ্রহকে নিয়ে তারা উপজেলা সড়কের বাসায় থাকতো। মাষ্টার্স প্রথম বর্ষের ছাত্রী নিহত হীরার সাথে স্বামীর কয়েকদিন ধরেই পারিবারিক কলহ চলছিলো। এ কারণে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় সে আত্মহত্যা করেছে নাকি হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্টের পরই জানা যাবে বলে পুলিশ জানান।

কলাপাড়া থানার এসআই মো. বাদল জানান, রাতেই গৃহবধুর লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গৃহবধুর স্বামী গৌতম মজুমদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

(এমকেআর/এএস/এপ্রিল ২২, ২০১৬)