বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ঝড়ে নির্মাণাধীন দালানের দেয়াল ধসে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের চেয়ারম্যানের কক্ষটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে। এ সময় চেয়ারম্যানের কক্ষটিতে কেউ ছিলেন না।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়ন কার্যালয়ের পাশে একটি ব্যক্তি মালিকানাধীন তিন তলা ভবন নির্মিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বড়লেখা উপজেলায় প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে ঝড়ের সময় হঠাৎ করে নির্মাণাধীন ভবনটির তিন তলার দক্ষিণ পাশের একটি দেয়াল ধসে ইউপি কার্যালয় ভবনের উপর পড়ে যায়। এতে ইউপি কার্যালয়ের চেয়ারম্যান বসার কক্ষটির টিনের চাল ও ছাদ ভেঙে প্রচুর সংখ্যক ইট মেঝেতে লুটিয়ে পড়ে। এই ঘটনায় চেয়ারম্যানের কক্ষটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।

বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান মো. সোয়েব আহমদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে শুক্রবার (২২ এপ্রিল) বলেন, ‘আমাদের ইউনিয়ন কার্যালয়ের ঘরটি টিন শেডের। পাশের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একটি কক্ষ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।’

(এলএস/এএস/এপ্রিল ২২, ২০১৬)