বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ময়মনসিংহের বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির পুর্নমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে শুক্রবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুমিল্লা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল মোমেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. মো. আবদুল খালেক পাটোয়ারী, বিশেষ অতিথি মৎস্যবিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. মো.ইদ্রিস মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বৃহত্তর কুমিল্লার নবীন ও পুরাতন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার সকালে বৃহত্তর কুমিল্লা সমিতির সকল সদস্যদের নিয়ে চকলেট দৌড়, বালিশ খেলা, বল নিক্ষেপ, মিউজিকেল চেয়ার ও হাড়ি ভাঙা মিলে মোট পাঁচটি ইভেন্টের আয়োজন করা হয়। পরে বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে নবীনদের ফুল দিয়ে বরণ ও খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী করা হয়।

(এমএসএস/এএস/এপ্রিল ২২, ২০১৬)